এগ্রোট্যুরিজম ভিত্তিক একটি মাতৃমায়া উদ্যোগ

মাতৃমায়া কৃষি শিল্প পল্লীর সমৃদ্ধির ভবিষ্যৎ ও সুস্থায়ী বিনিয়োগ কথা

ভাবনার সূত্রপাত: কৃষি মানব উন্নয়নের ভিত্তি এবং সভ্যতার উত্তরোত্তর সমৃদ্ধিমৃদ্ধিতে কৃষির অবদান চিরভাস্বর। বিবর্তনের পথে সৃষ্টির তালিকায় মানুষ যুক্ত হওয়ার বহু পূর্বে প্রকৃতি বনানী সৃষ্টি করেছে এবং জৈব বৈচিত্রের আঙ্গিকে এ গ্রহের জীব সৃষ্টির অনুকুল সব পরিবেশ প্রকৃতি উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করেছে। গ্রহের এক-তৃতীয়াংশ জলরাশির বিশাল উপকুলভাগ বিস্তীর্ণ বালিয়াবড়ি বা বালুকাতট হলেও উদ্ভিদ সৃষ্টির অন্তরায় হয়নি এমনকি তা গভীর সাগরের তলদেশেও বহাল তবিয়তে বিদ্যামান। কালপরিক্রমায় সময়ের স্রোতে মানব সভ্যতায় জীবন-জীবিকায় এ উদ্ভিদরাজির অবদান চিরভস্বর। প্রকৃতির মাঝেই আছে প্রাকৃতিক কৃষির সমাধান তথা নিরাপদ খাদ্য ও সবুজ বনায়ন স্বপ্ন বাস্তবায়নে শুরু হয়েছিলো আমাদের পথচলা। আর এ প্রকৃতি, পরিবেশ, কীট-পতঙ্গ, প্রাণী, উদ্ভিদ, জীব-বৈচিত্র ইত্যাদির মিলন সম্ভারেই আমাদের আগামীর স্বপ্ন ভেলা "মাতৃমায়া'র" আবির্ভাব।

আমাদের নির্ধরিত এলাকা মাদরীপুর জেলার রজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নস্থ হিজলবাড়ি গ্রাম, যা রাজধানী ঢাকার জিরোপয়েন্ট থেকে মাত্র ১১১ কিলোমিটার দুরত্বে অবস্থিত।

লক্ষ ও উদ্যেশ্য:

আমরা ১০০ একর আয়াতন বিশিষ্ট "মাতৃমায়া কৃষি শিল্প পল্লী" ( এগ্রোট্যুরিজম ভিত্তিক একটি মাতৃমায় উদ্যোগ কল্প ) গঠনের লক্ষ্যে কাজ করছি। "ভূমি যার যার উৎপাদন সবার" এ স্লোগানকে ধারণ করে আমাদের বর্তমান কার্যক্রমকে গতিশীল করতে আমরা প্রাথমিকভাবে একটি বিশেষ প্যাকেজ অফারের আওতায় কিছু শর্তাবলী সাপেক্ষ্যে নিবেদিত বন্ধু সদস্য/ বিনিয়োগকারী খুঁজছি, যার মাধ্যমে আমাদের ভুমিতে অবকাঠামো, কটেজ নির্মাণ, মৎস চাষ, প্রাণীসম্পদ খামার, প্রাকৃতিক/জৈব কৃষি চর্চা ও অন্যান্য উন্নয়নমূলক কার্মকান্ড ব্যয় সহায়ক হবে। একই সাথে উদ্যোগটির মাধ্যমে একটি নির্ধারিত ভোক্ত পরিবার গোষ্ঠীর সৃজন।

পর্যটন খাত বিশ্বব্যাপী একটি লাভজনক এবং পরীক্ষিত ব্যবসা। চৌকস চিত্তাকর্ষক এবং সঠিক ব্যবস্থাপনা সহ একটি উচ্চ ROI প্রদানে ব্যাপক ভূমিকা রাখে। আমাদের ব্যবসায়িক মেডেলটি এমনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যাতে বিনিয়োগকারীদের দৃষ্টি নিবদ্ধ হয় এবং তাঁদের পোর্টফোলিও উত্তরোত্তর সমৃদ্ধ হয়। আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকগণের অবকাশ ও বিনোদনের জন্য একটি টেকসই সমন্বিত কৃষিভিত্তিক ইকো-ট্যুরিজম শিল্প প্রতিষ্ঠার ভাবনাকে প্রসারিত করার প্রেচষ্টায় রত। এ অবকাশ কেন্দ্রে দিনরাত পর্যটকগণ আমাদের সবুজাভ দ্বীপ গ্রামের সৌন্দর্য দর্শনে মোহিত হবেন। লেকের তাজা মাছ, তাছা ফল, সবজি, মাংস, মাছ ধরার সরঞ্জাম, লোকশিল্প, কারুশিল্প, পৃথক কাঠের কুঠির, কংক্রিটের ঘর, সুইমিং পুল, ইন্টারটেন, প্যাডেল বোট, প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ফিটনেস লবি, পার্টি কনফারেন্স হল, পার্টি পিকনিক, ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি আনন্দ আয়োজনের এক বিশাল সমাহার।

উদ্যোগটি বাস্তবায়িত হলে প্রায় পাঁচশতাধিক ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং উদ্যোগটি নানান মানুষের আগমণে মুখরিত হয়ে বিনিয়োগকারী ও স্থানীয়দের আর্থিক সোপান রচিত হবে যা সংযুক্ত বিনিয়োগকারীগণের জন্য একটি আদর্শ বিনিয়োগ প্রকল্প হতে পারে।

Matrimaya Investmen

অংশীদারিত্বের ভিত্তিতে সাব কবলা দলিলমূল্যে আপনিও মালিক হোউন সমন্বিত এগ্রোট্যুরিজম উদ্যোগকল্পে

Matrimaya Investment

পরিবার পরিজনের জন্য সম্পদ তৈরীর পাশাপাশি সুস্থ চিত্ত বিনোদনের সুবিধা সারাজীবন

Matrimaya Investment

আজ যা বর্তমান আগামীকাল তা গত, সময় ও সুযোগকে কাজে লাগিয়ে সম্পদে রুপন্তর করতে পারি

Matrimaya Investment

ঐতিহ্য ধারণে উদ্ভাবনী প্রযুক্তি সহায়তায় টেকসই সমৃদ্ধি | জমিতে বিনিয়োগ একটি স্থায়ী সম্পদ

Matrimaya Investment

জমির মালিকানা সেই সাথে কোম্পানির অংশীদার হওয়ার এক সুবর্ণ সুযোগ

Matrimaya Investment

সহসা কোন কিছু গড়ে উঠেনি, ধৈর্য ও সময় সাফল্য সিঁড়ি অতিক্রম করে

Matrimaya Investment

ঐতিহ্য ধারণে উদ্ভাবনী প্রযুক্তি সহায়তায় আর্থিক সমৃদ্ধি'র অঙ্গীকার আগামীর বৃহত্তর কল্পে

Matrimaya Investment

এক নজড়ে মাতৃমায়া কৃষি শিল্প পল্লী

দেখতে উপরের ইউটিউব বাটনে ক্লিক করুন