আজই মাতৃমায়ার একজন গর্বিত সদস্য হউন

আমাদের উদ্যোগের সাথে একাত্মতা -পোষণপূর্বক ব্যক্তি আমাদের সদস্য হতে পারেন, সদস্য হওয়ার বিপরীতে আপনি হবেন প্রতিষ্ঠানের একজন গর্বিত অংশীদার এবং পাচ্ছেন একখন্ড জমির সাব-কাবলা মালিকানা।

কেমন হবে আমার মালিকানা?

বিশেষ অফার চলাকালীন ১১৪,০০.০০/- (এক লক্ষ চৌদ্দ হাজার ) টকা প্রদান করে মাতৃমায় কৃষি শিল্প প্লল্লীর একজন গর্বিত অংশীদার হতে পারি, যার বিবরীতে রয়েছে ২.০০ (দুই) শতক জমির স্থায়ী মালিকানা ও ৩০০০ (তিন হাজার) ইউনিট কোম্পানী শেয়ার হোল্ডার।

বিনিয়োগে আমার সুবিধা

ভেজালের ভীড়ে নির্ভেজাল খাদ্য পণ্য পাওয়া বড়ই দুষ্কর। আমরা অন্তর্ভূক্ত ব্যক্তি-পরিবারসমূহের মাঝে আনন্দ আয়োজন অবকাশে শক্তিশালী ভ্রতৃত্ব ও সৌহার্দ স্থাপনের মাধ্যমে নিরাপদ পণ্য উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে সহায়ক হয়ে নির্ধারিত নিরাপদ ভোক্ত পরিবার গঠন করতঃ আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ তথা নিজ জমি ও কোম্পানী মালিকানা গ্রহনের মাধ্যমে আজীবন আর্থিক সমৃদ্ধি।

সদস্য হতে হলে কি কি পেপার, ডকুমেন্ট প্রয়োজন হবে?

প্রয়োজনীয় তথ্য সংরক্ষণে বুকিং ফরম গ্রহন ও পূরণ করতঃ নিম্নলিখিত ডকুমেন্টস জমা প্রদান করতে হবে।
১: বুকিং ফরম
২: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি
৩: জতীয় পরিচয় পত্র
৪: ই-টিন কপি
৫: পাসপোর্ট কপি (যদি থাকে)
৬: অন্যন্য (প্রয়োজন ক্ষেত্রে)

বিনিয়োগ পূর্বে উদ্যোগ এলাকা ঘুরে দেখতে করনীয়

প্রতি মাসের শেষ শনিবার উদ্যোগকল্প দেখা যাবে। শুধুমাত্র ঢাকা থেকে প্রকল্পে যাওয়ার ক্ষেত্রে ১ মাস পূর্বে ২০০০/- (অফরেতযোগ্য: তবে বিনিয়োগ পরবর্তী সমন্বয় যোগ্য) টাকা প্রদান করে নাম লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও নিজ উদ্যোগে প্রকল্প এলাকা ঘুরে দেখা যাবে।


মেম্বারশিপ প্যাকেজ বিবরণীঃ

বর্তমানে আমাদের উদ্যোগকল্পে প্রাথমিক সেটআপ হিসেবে প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য কর্ম সম্পাদনের জন্য বিশেষ প্যাকেজের মাধ্যমে আমাদের সাথে অংশীদার হওয়ার প্রস্তাব রাখছি।

আমাদের উদ্যোগের সাথে একাত্মতা -পোষণপূর্বক ব্যক্তি আমাদের সদস্য হতে পারেন, সদস্য হওয়ার বিপরীতে আপনি হবেন প্রতিষ্ঠানের একজন গর্বিত অংশীদার এবং পাচ্ছেন একখন্ড জমির সাব-কাবলা মালিকানা।

আমাদের নির্ধারিত বর্তমান বিশেষ প্যাকেজ প্রতি বিনিময় মূল্য মাত্র ১১৪,০০০.০০ ( এক লক্ষ চৌদ্দ হাজার ) টাকা।

প্যাকেজ বিবরণী ও বিশেষ শর্তাবলীঃ


০১: নির্ধারিত প্যাকেজ বিনিময় মূল্য ১১৪,০০০.০০ টাকা যেভাবে পরিশোধ করা যাবে।
(ক) (বুকিং সময়কালীনঃ ২৫,০০০/- টাকা।
(খ) আবেদনপত্র জমা কালীনঃ ৫,০০০/- টাকা।
(গ) অবশিষ্ঠ ৮৪,০০০/- টাকা বরাদ্দপত্র ইস্যু তারিখ থেকে মাসিক ৩০০০/- হিসাবে ২৮টি কিস্তিতে প্রদান করতে হবে।

০২: প্রস্তাবিত মূল্য ১০০% পরিশোধিত হলে ২.০০ শতক জমির স্থায়ী মালিকানা নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে এবং সাব-কবলা দলিল নিবন্ধন খরচ গ্রহীতা বহন করবে।

০৩: নিবন্ধিত জমি দাতা ও গ্রহীতার মধ্যে ২২ বৎসর মেয়াদী ইজারা চুক্তির মাধ্যমে সমন্বিত কৃষির আওতায় সমষ্টিগতভাবে ব্যবহার যোগ্য হবে।

০৪: প্রাপ্ত জমি যে কোন ব্যক্তির কাছে বিক্রয় বা হস্তান্তর করা যাবে উদ্যোক্তার পূর্বানুমোদন সাপেক্ষ্যে এবং এ সংক্রান্ত যাবতীয় খরচ গ্রাহক বহন করবেন।

০৫: জমি নিবন্ধনের বিপরীতে নামজারী/খারিজ/খাজনা/রেকর্ড ইত্যাদি সংক্রান্ত ব্যয়সমূহ বা সরকার নির্ধারিত বা বিভিন্ন অতিরিক্ত কোন দায় থাকে বা বর্তায় তা গ্রাহক বহন করবেন।

০৬: নির্ধারিত বিনিময় কিস্তি মূল্য নির্ধারিত সময়ে/তারিখে বা তার পূর্বে নির্ধারিত ব্যাংক হিসাবে/নগদ জমা প্রদান করতে হবে। নির্ধারিত সময়/তারিখের মধ্যে বিনিময় কিস্তি মূল্য পরিশোধে ব্যর্থ হলে প্যাকেজ প্রতি মাসিক ৫০০/- টাকা বিলম্ব ফি সহ বিনিময় কিস্তি মূল্য প্রদান করতে হবে এবং ডিউ ডেট পরবর্তী ৩(তিন) মাসের মধ্যে বিলম্ব ফিসহ কিস্তি পরিশোধ না করলে সদস্যপদ বাতিল হবে।

০৭: বিনিময় কিস্তি মূল্য পরিশোধ ব্যর্থতায় মেম্বারশীপ বাতিল হলে বা গ্রহীতা স্বেচ্ছায় সদস্যপদ প্রত্যাহার করলে ১০,০০০/- (দশ হাজার) টাকা সার্ভিজ চার্জ ও আরোপিত বিলম্ব ফি কর্তনপূর্বক অবশিষ্ট টাকা প্রত্যাহারের ৬(ছয়) মাস মেয়াদে ক্রসড চেকের মাধ্যমে ফেরত প্রদান করা হবে।

০৮: শেয়ার প্রতি ইউনিট মুখ্য মূল্য ১০ (দশ) টাকা মূল্যমানের ৩০০০ ইউনিট শেয়ারের কোম্পানী মালিকানা প্রদান করা হবে যা প্যাকেজ বিনিময় মূল্য সম্পূর্ণ পরিশোধ শেষে ৬ মাসের মধ্যে শেয়ার এলটমেন্ট লেটার ইস্যু করা হবে।

০৯: বিবিধ।

১০: প্যাকেজ আওতাধীন বিশেষ সুবিধাঃ

(ক) সদস্য প্রতি একটি লাইফটাইম সুপ্রিম মেম্বরশীপ কার্ড প্রাপ্ত হবেন যার মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন সেবা উপভোগ করবেন। উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক সুবিধাভোগের সকলক্ষেত্রে কার্ডটি প্রদর্শন বাধ্যতামূলক।
(খ) ১০%-২৫% মূল্য হ্রাস সুবিধা প্রদেয় হবে গ্রহীতার নিজস্ব জমিতে উৎপাদিত উদ্যান ফসল পণ্য সমূহে।
(গ) বিনোদন পার্ক প্রবেশে আজীবন ছাড় সদস্য প্রতি। এছাড়াও সদস্য পরিবারের জন্য বছরে ১বার, সর্বাধিক ৪ সদস্য এবং রাইডসমূহ সম্পূর্ণ ফ্রী।
(ঘ) নহর আহার্য কুঞ্জ'তে থাকছে ৫-১০% ছাড়।
(ঙ) অতিথিশালায় বছরে একবার (সর্বোচ্চ ৪জন সদস্য পরিবার) ২রাত্র নির্ধারিত ছুটির দিন ৭৫% ছাড়ে ও ছুটির দিন ব্যতিরেকে সম্পূর্ণ ফ্রী (সার্ভিজ চার্জ প্রযোজ্য) অবস্থান করা যাবে।
(চ) ক্রেডিট পয়েন্টের বিপরীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম গিফট ভাউচার/কুপন/নগদ ইত্যাদি নির্ভর আর্থিক সুবিধা।
(ছ) বিনিয়োগ আনুপাতিক হারে প্রকৃত লভ্যাংশ বন্টন [(বিনিয়োগকারী:প্রতিষ্ঠান:স্টাফ:উন্নয়ন তহবিল:সমাজ কল্যাণ (৪০:৩৫:৫:১০:১০)]।
(জ) ব্যক্তিগত পারিবারিক জীবনে বিশেষ আনন্দ অফার/উপহার।
(ঝ) এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন অফারের মাধ্যমে বিশেষ ছাড়।
(ঞ) ওয়েব সাইটে নিজ আইডি লগইন এর মাধ্যমে সর্বদা আপডেট তথ্য জানা।
(ট) উপরোক্ত বিশেষ সুবিধাদি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে ও সদস্যর সম্পূর্ণ প্যাকেজ বিনিময় মূল্য পরিশোধ পরবর্তী কার্যকর হবে।
(ঠ) প্যাকেজ মূল্য এককালীন পরিশোধে নগদ ৫% বিশেষ ছাড়।
(ড) সময়ে সময়ে উদ্যোগ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা বিবেচনায় উল্লেখিত বিশেষ সুবিধাদিসমূহ হ্রাস-বর্ধিতকরণ বা প্রত্যাহার করিতে পারিবে।

১১। উদ্যোগকল্প কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উন্নতিকল্পে কারণ দর্শানো ব্যাতিরেকে যে কোন সময় উল্লেখিত শর্তাদি হ্রাস-বর্ধিতকরণ, সংশোধন, সংযোজন, বিয়োজন, বাতিল বা প্রত্যাহার করিতে পারিবে।

মাতৃমায়া কৃষি শিল্প পল্লী'র একজন গর্বিত অংশীদার হওয়ার ইচ্ছুকতায় যে কোন জিজ্ঞাসায় আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভ কামনা। ধন্যবাদ॥